গভীর রাতে কাভার্ডভ্যান দিয়ে গরু চুরি

দুই লাখ টাকা ঋণ নিয়ে গরু কিনেছি এখন আমার মরা ছাড়া কোন উপায় নেই

Passenger Voice    |    ০২:০৯ পিএম, ২০২৪-০৩-১১


দুই লাখ টাকা ঋণ নিয়ে গরু কিনেছি এখন আমার মরা ছাড়া কোন উপায় নেই

মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪ টি গরু চুরির ঘটনায় সর্বশান্ত হলেন বদিউল আলম নামে এক কৃষক। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করে কোন প্রতিকার মেলেনি। কোন প্রতিকার না পেয়ে গোয়ালঘরের মেঝেতে অনবরত হাউমাউ করে কাঁদছেন  অসহায় কৃষক। গত ৮ ই মার্চ শুক্রবার দিবাগত রাতে সাড়ে তিনটার দিকে পৌরসভার শেখপাড়া এলাকার এয়াকুব নগর গ্রামে চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা চালক শুক্রবার রাত তিনটার দিকে একটি ছোট কাভার্ডভ্যানে চারটি গরু বোঝাই করতে দেখেন। গভীর রাত হওয়ায় সে সন্দেহ করে। এরপর তিনি পেছন থেকে পুলিশের একটি টহল টিমকে দেখতে পান। সিএনজি চালক বিলম্ব না করে তাৎক্ষণিক গরু চুরির বিষয়টি পুলিশকে জানান। পুলিশ কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাওয়া করার পর কি হয়েছে তিনি জানেন না।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক নুর মোস্তফা বলেন, সন্দেহ হওয়ায় রাতে চোরদের দেখে টহলরত পুলিশকে ঘটনাটি জানিয়েছি। পুলিশ ও গাড়িটিকে ধাওয়া করে এবং আমি তাদের পিছু নিলাম। কিন্তু গাড়ি দুটির গতি বেশি হওয়ায় শুকলাল হাট বাজার থেকে গাড়ি ঘুরিয়ে চলে এসেছি। চোরদের গাড়ি দ্রুতই তাড়া করেছিল। কিন্তু আমি জানিনা গাড়িটি কেন ধরতে পারেনি।

বদিউল আলমের ছেলে রিয়াজ বলেন, গরু চুরির ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

কৃষক বদিউল আলম বলেন, নিজের সন্তানদের কম খাইয়ে গরুকে খাইয়েছিলাম।আমি কখনো গরুর পেট খালি হতে দেইনি। ওদের আমি নিজের সন্তানদের চেয়ে বেশি আদর যত্ন করতাম। আগামী কোরবানি ঈদে বিক্রি করে ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে চেয়েছিলাম।এছাড়া দুই লাখ টাকা ঋণ নিয়ে একটি গরু কিনেছি। এখন কিভাবে ঋণ পরিশোধ করব।মরে যাওয়া ছাড়া আমার কোন উপায় নেই।

সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, সিএনজি চালককে সাথে নিয়ে পুলিশ চোরদের ধাওয়া করলেও ধরতে পারেননি। তবে ক্ষতিগ্রস্ত কৃষক মামলা করলে চলমান শিব চতুর্দশী মেলার পর বিষয়টি তদন্ত করা হবে